নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে পিডিবির সঙ্গে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, সম্প্রতি খুলনা পাওয়ার-সংক্রান্ত একটি পত্রিকায় প্রকাশিত হলে সে বিষয়ে জানতে ডিএসই কোম্পানিটিকে চিঠি দেয়। আর সে চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে যে, কুইক ইনহ্যান্সমেন্ট অব ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই অ্যাক্ট ২০১০ বা বিদ্যুতের দায়মুক্তি আইনের মেয়াদ আরও পাঁচ বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত বাড়লেও পিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি (পিপিএ) এখনও চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের খুলনার খালিশপুরে অবস্থিত ১১৫ মেগাওয়াট সক্ষমতার এইচএফওভিত্তিক কেপিসিএল-২ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ মে। আর যশোরের নোয়াপাড়ায় অবস্থিত ৪০ মেগাওয়াট সক্ষমতার এইচএফওভিত্তিক কেপিসিএল-৩ বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ শেষ হয়েছে গত ২৮ মে। পুনরায় বিদ্যুৎ ক্রয়চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। ফলে তিন মাস ধরে উৎপাদনে নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি। এছাড়া বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) থেকেও কোম্পানিটি এখনও কোনো ধরনের নির্দেশনা পায়নি।
‘এ’ ক্যাটেগরির খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির ৭০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৫৮০ কোটি ১৭ লাখ টাকা।
কোম্পানিটির মোট ৩৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৭৯টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৬৯ দশমিক ৯৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক আট দশমিক ৭৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ২১ শতাংশ এবং ২১ দশমিক শূন্য ছয় শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৩৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৪০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৬০ পয়সা। এর আগে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৫০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ২০ পয়সা।