প্রিন্ট করুন প্রিন্ট করুন

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসে গরম পানি বন্ধ করছে ফ্রান্স

শেয়ার বিজ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ফ্রান্সের সব সরকারি অফিসের  শৌচাগারে গরম পানি সরবরাহ বন্ধ করা হচ্ছে। সরকার জানিয়েছে, বিদ্যুৎ বাঁচানোর জন্য এরই মধ্যে এই পরিকল্পনা কার্যকর করা শুরু হয়েছে। খবর: রয়টার্স।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সুইমিং পুলগুলোয়ও পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনতে বলা হয়েছে। জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ খরচ কমিয়ে আনার পরিকল্পনা থেকে এই উদ্যোগ নেয়া হচ্ছে। জ্বালানির সরবরাহ সংকটে ভুগছে ফ্রান্সসহ পুরো ইউরোপ। চাহিদা অনুযায়ী জ্বালানি পাওয়া যাচ্ছে না। ফলে জ্বালানি সাশ্রয়ের পথে হাঁটছে অনেক দেশ। আসছে শীত মৌসুমে যেন বিদ্যুৎবিভ্রাট বা গ্যাসের ঘাটতি না হয়, তাই নানা ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে ফ্রান্সে।

রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়া ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন ব্যবস্থা নিতে হচ্ছে ফ্রান্সকে। প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করে রাশিয়া।

ফ্রান্সের গণমাধ্যম লা প্যারিসিয়ানের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রশাসনিক ভবনগুলোয় শুধু গরম পানির যে বিদ্যুৎ বিল আসে তো ফ্রান্সের সরকারি মোট বিদ্যুৎ বিলের ১০ শতাংশ। এসব ভবনে ৫০ লাখের বেশি মানুষ কাজ করেন।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকার শিল্পপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও নগর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, তারা যেন তাদের জ্বালানির ব্যবহার অন্তত ১০ শতাংশ কমায়। চার ঘণ্টার কম সময়ে পৌঁছানো যায়, এমন দূরত্ব ভ্রমণে প্লেন বা ব্যক্তিগত গাড়ি বেছে না নিয়ে ট্রেনে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে সরকারের তরফ থেকে।

গত বুধবার ফ্রান্সের জ্বালানিবিষয়ক মন্ত্রী ক্রিস্টভ বেশু বলেছেন, এখন আমাদের অভ্যাস ও আচরণে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিবর্তন আনার সময় এসেছে।