প্রিন্ট করুন প্রিন্ট করুন

বিবিএ গ্র্যাজুয়েট হলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক : সাকিব আল হাসানের দুবাইযাত্রা নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে সেই বিতর্কের সমালোচকদের মুখ বন্ধ করেছেন সিলেটে থেকে। সেখানে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৯৩ রানের ঝলমলে এক ইনিংস। দলকে জেতানোর পর আজ বিশ্বসেরা অলরাউন্ডারকে কালো-সবুজ গাউন গায়ে দেখা গেছে ঢাকায়। গ্র্যাজুয়েট হিসেবে সমাবর্তনে অংশ নিতে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন সাকিব।

সাকিব সমাবর্তনে অংশ নিয়ে বলেন, ‘আমার সকল কোচ-টিচারকে আমি ধন্যবাদ জানাই। তাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতে না। এআইইউবিকে ধন্যবাদ জানাই, তারা সবসময় আমাকে সমর্থন করেছে। শুধু আমাকে না, আমাদের ক্রিকেট দলের অনেকেই এখানে পড়াশোনা করছে।’

তিনি আরও বলেন, ‘খুব বেশি কিছু বলার নেই। সবাইকে দেখে খুব ভালো লাগছে। আশা করি সবার জীবন সামনে এগিয়ে যাবে। শুধু একটা কথাই বলবো, যখন আপনারা স্বপ্ন দেখবেন, স্বপ্নটা বড় দেখবেন। লক্ষ্য নির্ধারণ করে সততার সাথে কাজ করবেন, আমি নিশ্চিত আপনাদের সবার স্বপ্ন পূরণ হবে। আমরা সবাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব।’