প্রিন্ট করুন প্রিন্ট করুন

বিশ্বকাপ বাছাই: কঠিন গ্রুপে নারী দল

 

ক্রীড়া প্রতিবেদক: সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বিশ্বকাপে সেই চ্যালেঞ্জে জাহানারা আলমদের সামনে শক্ত প্রতিপক্ষ। নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে পেল শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, স্কটল্যান্ড ও

পাপুয়া নিউগিনিকে।

আইসিসি চ্যাম্পিয়নশিপে শীর্ষ চারে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি মূল

পর্বে খেলবে।

আগামী বছরের ৭ থেকে ২১ ফেব্রুয়ারি চার ভেন্যুতে হবে ২০১৭ বিশ্বকাপের বাছাইপর্ব। যেখানে ‘এ’ গ্রুপে ভারত ও স্বাগতিকদের সঙ্গী আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে

ও থাইল্যান্ড।

এরপর ২৬ জুন থেকে ২৩ জুলাই ইংল্যান্ডে বিশ্বকাপের আসল লড়াই। যেখানে অংশ নেবে ১০টি দেশ।

তার আগে বাংলাদের নারী ক্রিকেটাররা লড়বে

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। তার অংশ

হিসেবে সোমবার থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছেন টাইগ্রেসরা।

জানা গেছে, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়তে আগামী ৪ জানুয়ারি ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে ৬ জানুয়ারি প্রথম ওয়ানডেতে তাদের, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

কলম্বোতে গ্রুপ পর্বে প্রতি দল চারটি করে

ম্যাচে লড়বে। সেখান থেকে দুই গ্রুপের সেরা তিনটি করে দল নিয়ে সুপার সিক্সের লড়াই। এখানে

প্রতি দল অন্য গ্রুপের তিন দলের সঙ্গে লড়বে।

সেরা দুই দল খেলবে ফাইনালে। আর সেরা চার দল চলে যাবে মূল পর্বে।