শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ঘোষণা ও ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো হতে পারেÑএই শঙ্কায় বিশ্ববাজারে প্রায় ২ শতাংশ বেড়েছে সোনার দাম। শুক্রবার বেলা দেড়টা নাগাদ স্পট গোল্ড প্রতি আউন্সে এক লাফে প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৪৭ ডলার ৬৬ সেন্টে বিক্রি হয়। গত ২৫ জুলাইয়ের পর বিশ্ববাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দর। পাশাপাশি বুলিয়নও সপ্তাহের ব্যবধানে দশমিক ৪ শতাংশ বেড়েছে।
এদিকে ফিউচার মার্কেটেও প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে সোনার দর। এই বাজারে প্রতি আউন্স সোনা ৩ হাজার ৩৯৯ ডলার ৮০ সেন্টে বিক্রি হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, পে-রোল সংখ্যা প্রত্যাশার চেয়ে কম আসার পাশাপাশি নতুন শুল্ক ঘোষণা বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে হলুদ ধাতব বস্তুটির চাহিদা বৃদ্ধি করেছে।
অন্যদিকে টানা ২ দফায় বাড়ানোর পর গত ২৪ জুলাই দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল শনিবার সমন্বয় করা ওই দামেই দেশে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।
সমন্বয় করা দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

Discussion about this post