প্রিন্ট করুন প্রিন্ট করুন

বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি পুতিন

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বের ক্ষমতাবান ব্যক্তির তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল। মার্কিন সাময়িকী ফোর্বসের ২০১৬ সালের তালিকায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ৭৪ জনের নাম উঠে এসেছে। এ তালিকায় রয়েছেন মাত্র ছয়জন নারী। খবর বিবিসির।

এ বছরের তালিকা প্রকাশিত হয়েছে এমন সময়ে যখন বিশ্ব একটা দ্রুত ও ব্যাপক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এ তালিকায় শীর্ষ স্থানে যারা উঠে এসেছেন ফোর্বসের বিচারে আগামী কয়েক বছর বিশ্বের ঘটনাবলির নানা ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।

কিন্তু এ তালিকায় ৭৪ জন ব্যক্তিত্ব কেন? কারণ বিশ্বের প্রতি ১০ কোটি জনগণের জন্য ক্ষমতাশালী একজনকে তালিকাভুক্ত করা হয়েছে। তাই বিশ্বের ৭৪০ কোটি জনগণের ক্ষমতার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ৭৪ জন।

এ নিয়ে পরপর চার বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোর্বসের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের তালিকায় শীর্ষ স্থান পেলেন। প্রতিবেদন মতে, নিজের দেশ, সিরিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সবক্ষেত্রে পুতিন যা চেয়েছেন তাই পেয়েছেন। দ্বিতীয় স্থান পাওয়া ডোনাল্ড ট্রাম্পকে কোনো কেলেঙ্কারি, কোনো সমালোচনা স্পর্শ করতে পারেনি, ক্ষমতায় বসার পথে তার জয়যাত্রা ছিল অব্যাহত। কংগ্রেসের উভয় কক্ষ এখন তার নিয়ন্ত্রণে এবং অর্থসম্পদের দিক দিয়ে তিনি কোটিপতি।

তৃতীয় স্থানে এঙ্গেলা মেরকেল এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিধর নারী এবং ইউরোপীয় ইউনিয়নের মেরুদণ্ড।

তালিকায় স্থান পাওয়া অন্য নারীরা হলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেমের বোর্ড অব গভর্নরস জ্যানেট ইয়েলেন (ষষ্ঠ), ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে (১৩তম), আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লাগার্দে (২৫তম), আইবিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা জিনি রোমেট্টি (৬১তম) ও জেনারেল মোটরসের সিইও ম্যারি বারা (৬২তম)।

২০১৪ ও ২০১৫ সালে ফোর্বস সাময়িকী প্রকাশিত বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির তালিকায় ৯ জন নারী স্থান পেয়েছিলেন। এবারের তালিকায় নারীদের সংখ্যা কমেছে। ফোর্বস এ তালিকা তৈরির জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ ব্যক্তির নাম বিবেচনায় নিয়েছিল এবং চারটি বিষয়ে এদের যোগ্যতা বিচার করে তালিকায় এদের স্থান নির্ধারণ করা হয়েছে।