শেয়ার বিজ ডেস্ক: বিশ্বজুড়ে কভিডের সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত) রোগী শনাক্তের হিসেবে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩ লাখ ১৩ হাজার ৯১৫ জন। মারা গেছেন সাত হাজার ৮৮৪ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ২৯ হাজার ৭৯০ জন। খবর: আল জাজিরা।
এ হিসেবে বিশ্বে কভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৯২৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৫৫ লাখ ৪৬ হাজার ৭৫৩ জন। সুস্থ হয়েছেন ২৬ কোটি ৫২ লাখ ৬১ হাজার ১৮০ জন।
গতকাল বৈশ্বিক পর্যায়ে কভিডে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের বরাত দিয়ে এসব তথ্য জানায় আল জাজিরা।
এর আগের ২৪ ঘণ্টায় ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন কভিড রোগী শনাক্ত এবং সাত হাজার ২৯৯ জনের মৃত্যু হয়। এ হিসাবে এক দিনের ব্যবধানে শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে।
কভিডে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আট লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। একই সময় মারা গেছেন দুই হাজার ১২৭ জন।
দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৮২০ জন।
একদিনে মৃত্যুর হিসাবে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৩০ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন দুই লাখ ৬৭ হাজার ৩৪৫ জন।
এরপর রয়েছে পোল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও জার্মানি। ইউরোপের এ দেশগুলোয় কভিড পরিস্থিতি মারাত্মক হয়েছে ওমিক্রনের প্রভাবে।
এক দিনে মৃত্যুর হিসেবে ভারতের পর এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভিয়েতনাম। গত ২৪ ঘণ্টায় ভিয়েতনামে ১৭১ জন মারা গেছেন।
এদিকে কভিডে আক্রান্তদের গুরুতর অসুস্থ হয়ে পড়া কিংবা মৃত্যুঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়Ñএমন একটি জিন আবিষ্কার করেছেন পোল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির মোট জনগোষ্ঠীর ১৪ শতাংশের মধ্যে এ জিন দেখা দিয়েছে, ভারতে যার প্রায় দ্বিগুণ।