প্রিন্ট করুন প্রিন্ট করুন

বিশ্ব পুঁজিবাজারে সামান্য উত্থান টুইটারে বড় পতন

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে গতকাল বিভিন্ন সূচক সামান্য বেড়ে সপ্তাহ শেষ হয়েছে। আর এশিয়ার স্টক মার্কেটে সূচক বাড়লেও গত ছয় সপ্তাহের মধ্যে সূচক ছিল নিম্নপর্যায়ে। এদিকে ইলন মাস্কের টুইটার কেনার চুক্তি স্থগিত করার ঘোষণায় গতকাল ওয়াল স্ট্রিট থেকে প্রায় ১৮ শতাংশ শেয়ার পতন হয়েছে, যা এ যাবৎকালের সবচেয়ে বড় পতন সামাজিক যোগাযাগমাধ্যমটির শেয়ারে। অন্যদিকে ফেডের কঠোর নীতির ঘোষণার শঙ্কায় মার্কিন ডলারের দাম ২০ বছরের মধ্যে সর্বোচ্চ বেড়েছে। খবর: রয়টার্স।

গতকাল শুক্রবার ওয়াল স্ট্রিটে দিনের শুরুতে এসঅ্যান্ডপি সূচক এক দশমিক শূন্য ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও আগের দিন বৃহস্পতিবার সূচকটি প্রায় ২০ শতাংশ বেড়েছিল, যা গত জানুয়ারি থেকে সর্বোচ্চ বৃদ্ধি।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডের চেয়ার জেরোম পাওয়ালে এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির কঠোর নিয়ন্ত্রণে ‘কিছু সমস্যা’ রয়েছে। তিনি ইঙ্গিত দেন, কেন্দ্রীয় ব্যাংকের সুদহার আরও বাড়ানো হবে। এ ঘোষণায় বিনিয়োগকারীরা বিনিয়োগে কঠোর নীতি অবলম্বন করেন। একইসঙ্গে ডলারের দাম বেড়ে যায়। 

এদিকে ইলন মাস্কের এক ঘোষণায় গতকাল শুক্রবার টুইটারের শেয়ার ১৭ দশমিক সাত শতাংশ হারিয়ে প্রি-মার্কেটে ৩৭ দশমিক ১ ডলারে নেমেছে।

এ বিষয়ে সিএমসি মারকিটসের প্রধান বিশ্লেষক মাইকেল হেউস্যান বলেন, ইলন মাস্কের মন্তব্যের জেরে টুইটারের বিনিয়োগকারীরা তাদের সর্বস্ব হারিয়েছেন।

এদিকে জাপানের বাইরে এমএসসিআই’স ওয়ার্ল্ড ইকুইটি সূচক শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়েছে, যদিও এটি ২০২০ সালের নভেম্বরের চেয়ে কম। ফলে গত এক সপ্তাহে সূচকটি প্রায় চার শতাংশ হারিয়েছে, যা টানা ছয় সপ্তাহে পতন।

অন্যদিকে ইউরোপীয় স্টকস একচেঞ্জে গতকাল সার্বিক সূচক এক দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। আর লন্ডন স্টকসে এফটিএসই ১০০ সূচক বেড়েছে এক দশমিক ৬৪ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে ওয়াল স্ট্রিটে নাসডাক টেক সূচকে প্রায় ২৫ শতাংশ পতনের এটি স্বল্পমেয়াদি সূচক বৃদ্ধি, যা বাজারে তেমন প্রভাব ফেলবে না।  এদিকে যুক্তরাষ্ট্রে ডলারের দাম গতকাল অপরিবর্তিত ছিল। বাস্কেট কারেন্সির বিপরীতে মার্কিন ডলার বিক্রি হয়েছে ১০৪ দশমিক ৭৭ করে, যা আগের দিনের মতো প্রায় ২০ বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দাম বৃদ্ধি।

অন্যদিকে বৃহস্পতিবার ইয়েনের বিপরীতে ডলারের দাম শূন্য দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে ইউরোর দাম ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে ক্রিপ্টো মুদ্রার দাম বেড়ে ৩০ হাজার ডলার ছাড়িয়েছে, যা আগের দিন বৃহস্পতিবার ছিল ২৫ হাজার ডলার, যা গত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন।

টুইটার কেনার চুক্তি স্থগিত ইলন মাস্কের: এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেয়ার চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও বৈদ্যুতিক গাড়িনির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটারে স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের পরিসংখ্যানের ব্যাপারে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এ চুক্তি স্থগিত থাকবে বলে জানিয়েছেন তিনি। জনপ্রিয় এ মাধ্যমে স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে পাঁচ শতাংশের কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়। সেই দাবির পক্ষে বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে বলে গতকাল শুক্রবার এক টুইট বার্তায় জানিয়েছেন ইলন মাস্ক।

টুইটে মাস্ক বলেছেন, ‘স্প্যাম অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে পাঁচ শতাংশেরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে, এমন হিসাবের বিস্তারিত তথ্য ঝুলে থাকায় টুইটারের চুক্তি সাময়িকভাবে মুলতবি করা হয়েছে।

এদিকে দুই জ্যেষ্ঠ নির্বাহীকে চাকরিচ্যুত করার তথ্য নিশ্চিত করেছে টুইটার। এ ছাড়া প্রতিষ্ঠানটি বেশিরভাগ নিয়োগ স্থগিত করার কথাও জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কাছে আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিকানা হস্তান্তরের আগে এসব পদক্ষেপ নিল কোম্পানিটি।