Print Date & Time : 14 July 2020 Tuesday 2:08 am

বিসিআইসি ও এর আওতাধীন কারখানাগুলোয় করোনাসংক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা

প্রকাশ: মার্চ ২৬, ২০২০ সময়- ০৯:৪৮ পিএম

বিসিআইসি ও এর আওতাধীন কারখানাগুলোয় করোনাসংক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেহের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশী, সর্দি, কাশি ও শ্বাস-প্রশ্বাসে সমস্যা হলে অর্থাৎ করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক উক্ত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে বাধ্যতামূলক ছুটি দিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে এ মাসের মাঝামাঝি থেকে।
বিসিআইসি চিকিৎসাকেন্দ্রের পক্ষ থেকে সংস্থার প্রধান কার্যালয়ের সব বিভাগে হ্যান্ড স্যনিটাইজার ও হ্যান্ড গ্লাভস সরবরাহ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে সব কর্মকর্তা ও কর্মচারীকে কিছুক্ষণ পরপর হাত ধোয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া বিসিআইসি চিকিৎসাকেন্দ্রে আগত রোগীদের করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে প্রয়োজনীয় উপদেশ দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে। চিকিৎসাকেন্দ্রের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সার্বক্ষণিক পরিস্থিত মনিটরিং করা হচ্ছে।
এছাড়া অধীনস্ত সব কারখানার প্রধান ও চিকিৎসকদের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিসিআইসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা বিষয়ে টেলিফোনে কারখানার চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। বিসিআইসি’-র প্রধান চিকিৎসা কর্মকর্তা উর্ধ্বতন মহাব্যবস্থাপক (মেডিকেল) ডাঃ এ কে মোহাম্মদ আলী ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
-সুস্বাস্থ্য ডেস্ক