প্রিন্ট করুন প্রিন্ট করুন

বিসিএসসিএল ও এডিএন টেলিকমের চুক্তি

সম্প্রতি ঢাকার বিসিএসসিএল কার্যালয়ে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) ও এডিএন টেলিকম লিমিটেডের মধ্যে এক চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় এডিএন টেলিকম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে ভিএসএটি প্রযুক্তি ব্যবহার করে দ্বীপাঞ্চলগুলোতে ডিজিটাল সংযোগ প্রদান করার পাশাপাশি পরিবেশবান্ধব নবায়নযোগ্য সৌরশক্তি-সমর্থিত মাল্টিমিডিয়া-ডেস্কটপ পিসি ও ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেবে। অনুষ্ঠানে বিসিএসসিএলের চেয়ারম্যান ডা. শাহজাহান মাহমুদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক হামিদ মহিউদ্দিন ও এডিএন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিল্টন চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি