নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেডের শেয়ারের ক্যাটেগরি পরিবর্তন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় ‘এ’ ক্যাটেগরির এই কোম্পানিটি ‘বি’ ক্যাটেগরিতে গেছে। আজ সোমবার থেকে এই কোম্পানির শেয়ার ‘বি’ ক্যাটেগরির অধীনে লেনদেন শুরু হবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করায় কোম্পানিটির ক্যাটেগরি পরিবর্তন হচ্ছে।
এদিকে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা (লোকসান) আর ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে এক হাজার ২৬১ টাকা। আর শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৪ পয়সা (ঘাটতি)।
৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে লিবরা ইনফিউশনসের নিট বিক্রয় ১৬ কোটি ৯০ লাখ টাকা হলেও কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। যদি কোম্পানিটি ৩ কোটি ৭৩ লাখ ৪৫ হাজার ৬৯৮ টাকা অবচয় ব্যয় ধার্য করত তাহলে কোম্পানিটির লোকসান আরও বাড়ত।
আগের হিসাব বছরে নিট বিক্রয় ১৯ কোটি ৭০ লাখ টাকা হলেও যেখানে কর-পরবর্তী নিট আয় হয়েছিল ১৫ লাখ টাকা। এছাড়া ৩০ জুন তারিখে কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৪ কোটি ৫৮ লাখ টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০৩ কোটি ৬১ লাখ টাকা।
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ১৫ লাখ এক হাজার ৯২০।