প্রতিনিধি, সিলেট: সিলেটে আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসের উদ্যোগে মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ এবং সমক্ষিত বাজার মনিটরিং বিষয়ে বীজ উৎপাদনকারী ও স্টেকহোল্ডারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট হর্টিকালচার সেন্টারে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মোহাম্মদ আবু নাছের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথসহ অন্যরা।
কর্মশালায় সিলেট অঞ্চলের বীজ উৎপাদনকারী ও কৃষক ও কৃষানি ছাড়াও বীজ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।