প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের জিরো পয়েন্টের কাছে এক বাংলাদেশীকে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) ।
শনিবার রাত ৩টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বার মেইন পিলারের কাছে বিপুল গুলিবিদ্ধ হন। পরে তার সঙ্গের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।