Print Date & Time : 1 July 2022 Friday 4:29 pm

বুদাপেস্টে যাচ্ছেন রণবীর-আলিয়া

শোবিজ ডেস্ক: বলিউডের চলচ্চিত্র নির্মাতা অয়ন মুখার্জির বহুল প্রতীক্ষিত উচ্চাবিলাসী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এতে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন বাস্তবের প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাঁদের শেষ শিডিউলের শুটিং হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ২০১৮ সালে শুটিং শুরুর পর বহু বাধার সম্মুখীন হতে হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’-কে। করোনা মহামারির কারণে শুটিং বন্ধ রাখা হয়। করোনায় আক্রান্ত হন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে মহারাষ্ট্র সরকার কারফিউ জারি করে, ফলে শুট বন্ধ হয়।

এখন যেহেতু বিধিনিষেধ উঠেছে, সে কারণে খবর, রণবীর কাপুর ও আলিয়া ভাট এ সিনেমার শেষ পর্যায়ের শুট সারবেন বুদাপেস্টে। সিনেমার কুশীলবসহ পুরো টিমের করোনা ভ্যাকসিন দেওয়া হলে ও ভ্রমণাবস্থা দেখার পর তাঁরা হাঙ্গেরির উদ্দেশে রওনা দেবেন। আগস্টের শেষে তাঁদের সেখানে যাওয়ার কথা রয়েছে।

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি ট্রিলজি, এর প্রথম অংশের কাজ চলছে। এতে আরও অভিনয় করছেন মেগাস্টার অমিতাভ বচ্চন, নাগার্জুন ও মৌনী রায়।