প্রিন্ট করুন প্রিন্ট করুন

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের জয়

ক্রীড়া ডেস্ক : রনি তালুকদার ও লিটন দাসের ব্যাটিং তাণ্ডবে ১৯.২ ওভারে ২০৭ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস নির্ধারিত সময়ে মাঠে না গড়ায় ম্যাচের দৈর্ঘ কমে যায়।

কার্টল ওভারে আয়ারল্যান্ডের টার্গেট নির্ধারিত হয় ৮ ওভারে ১০৪ রান। ১০৪ রানের লক্ষ্য খেলতে নেমে দারুণ শুরু করে আয়ারল্যান্ড। তবে তাসকিন আহমেদের তোপের মুখে শেষ পর্যন্ত তারা ৫ উইকেটে ৮১ রানে থামে। বৃষ্টি আইনে ২২ রানের জয়ে সিরিজে এগিয়ে গেলো লাল সবুজের দল। ২২ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

আগামী বুধবার দুপুর ২টায় চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে।