Print Date & Time : 30 June 2022 Thursday 12:13 am

বেগমগঞ্জে আগুনে ১২ দোকান ছাই

 

শেয়ার বিজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আগুনে ১২ দোকান পুড়ে গেছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর রাইজিংবিডি।

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে রাজগঞ্জ দক্ষিণ বাজারের নূর হার্ডওয়্যারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন বাজারের অন্য দোকানে ছড়িয়ে পড়ে।  ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।