দেশের কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি চুক্তি সই করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষিঋণ বিতরণ চুক্তি
