বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে প্রধান কার্যালয়ে ‘মুজিব কর্নার’ উদ্বোধন করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। গতকাল গুলশানের প্রধান কার্যালয়ে এ ‘মুজিব কর্নার’ উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ আলম। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ, ব্যাংকের অন্যান্য পরিচালক, উপদেষ্টা, উপব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব কর্নার স্থাপন
