প্রতিনিধি, বেনাপোল : ভারতে পাচারের সময় বেনাপোলের শিকারপুর সীমান্তে থেকে ২০ টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। আজ সোমবার সকালে শিকারপুর সীমান্তে একটি সরিষা ক্ষেতের মধ্য থেকে অভিযান চালিয়ে ২.৩৩০ কেজি ওজনের ২০ টি স্বর্নের বার জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সুত্রে খবর আসে শিকারপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ন পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। এসময় তারিকুল ইসলাম তারেক নামে একজন লোক মাঠের মধ্যে সরিষা বাগানে অবস্থান করছে জেনে বিজিবি তাকে ধাওয়া দিলে সে একটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশী করে ২.৩৩০ কেজি ওজনের ২০ টি স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্নের মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা বলে বিজিবি জানায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারতে পাচারের সময় শিকারপুর সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ২.৩৩০ কেজি ওজনের ২০ টি স্বর্ণের বার জব্দ করেছে। তবে পাচারকারী তারিকুল ইসলাম তারেক পালিয়ে যায় ভারতে। এ ঘটনায় মামলা হয়েছে থানায়।