শেয়ার বিজ ডেস্ক: যশোরের বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালকসহ (ট্রাফিক) স্থলবন্দর কর্তৃপক্ষের চারটি বন্দরের উপ-পরিচালকের কর্মস্থল রদবদল করা হয়েছে। খবর জাগো নিউজ।
গতকাল সোমবার সকালে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (প্রশাসন) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার বিকালের দিকে স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে উপ-পরিচালকদের নিজ নিজ দফতরে বদলির আদেশের চিঠিটি এসে পৌঁছায়।
স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন) ব্যবস্থাপক মোহাম্মদ আলীর সই করা চিঠিতে বলা হয়, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আবদুল জলিলকে বেনাপোল বন্দর থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বদলি করা হয়।
অন্যদিকে ঢাকা প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলামকে বদলি করে বেনাপোল বন্দরে উপ-পরিচালক (ট্রাফিক) পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া আখাউড়া স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলামকে বদলি করে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে দেওয়া হয় এবং বুড়িমারী স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দেওয়া হয়। একই সঙ্গে মামুন কবীর তরফদারকে ঢাকার প্রধান কার্যালয়ে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।