প্রিন্ট করুন প্রিন্ট করুন

ব্যবসায়িক কার্যক্রম সীমিত করছে জেমিনি সি ফুড

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়িক কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে জেমিনি সি ফুড লিমিটেডের পরিচালনা পর্ষদ। একইসঙ্গে কর্মী সংখ্যা কমিয়ে আনার পদক্ষেপ নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কভিড-১৯) কারণে গত মার্চ মাসে থেকে জেমিনি সি ফুডের পণ্য রপ্তানি ব্যবসায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এ কারণে কোম্পানিটির কিছু কার্যক্রম সীমিত করার পাশপাশি কর্মী ছাঁটাই বা কমিয়ে ফেলার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা শূন্য পাঁচ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৬ লাখ টাকা।

এর আগের বছর অর্থাৎ ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ৭০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ২৭ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ২৬ লাখ ২০ হাজার টাকা।

কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ৪০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন চার কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ দুই লাখ ১০ হাজার টাকা। কোম্পানির মোট ৪৬ লাখ ৯৬ হাজার ৩১৩ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩৩ দশমিক ৬৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক তিন দশমিক ৪৬ শতাংশ, বিদেশি শূন্য দশমিক ৬৭ শতাংশ ও বাকি ৬২ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।