প্রিন্ট করুন প্রিন্ট করুন

ব্যবসা সম্প্রসারণে ৩০ কোটি টাকা বিনিয়োগ করবে এসএস স্টিল

নিজস্ব প্রতিবেদক : ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে জমি কেনা, কারখানা ভবন নির্মাণ এবং যন্ত্রপাতি স্থাপনের জন্য মোট ৩০ কোটি টাকার বিনিয়োগের অনুমোদন দিয়েছে এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ। একইসঙ্গে ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা দিয়েছে কোম্পানিটির পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত তথ্য মতে, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাবছরের জন্য শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডোরদের জন্য ২ শতাংশ নগদ এবং সব শেয়ারহোল্ডারের জন্য ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। আর ২০২২ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৫ পয়সা। এছাড়া আলোচিত সময়ে তাদের শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪ টাকা ৪ পয়সা (ঘাটতি)। এর আগের দুই হিসাববছর অর্থাৎ ২০২১ ও ২০২০ সালেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের দুই শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। পুঁজিবাজারে তালিকাভুক্তির বছর অর্থাৎ ২০১৯ সালে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

প্রকৌশল খাতের কোম্পানিটির লভ্যাংশ ঘোষণা দিলেও গতকাল ডিএসইতে তাদের শেয়ারদর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। গতকাল সর্বশেষ কোম্পানিটির শেয়ারদর ১৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। এদিন তাদের মোট এক লাখ চার হাজার ৫০৭টি শেয়ার মাত্র ৪৮ বার হাতবদল হয়; যার বাজারদর ১৭ লাখ ৪০ হাজার টাকা। গত বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ১৬ টাকা থেকে ২০ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করতে দেখা যায়।

উল্লেখ্য, প্রকৌশল খাতের কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। তাদের ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩২৮ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা। এসএস স্টিলের রিজার্ভে আছে ৩৪৮ কোটি ৭১ লাখ টাকা।