প্রিন্ট করুন প্রিন্ট করুন

ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে জনাব এএনএম মাহফুজের যোগদান

জনাব এএনএম মাহফুজ ১ মার্চ ২০২৩ তারিখে ব্যাংক এশিয়া লিমিটেডে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন।

জনাব মাহফুজের দুই দশকেরও বেশি সময়ের সফল ব্যাংকিং ক্যারিয়ার রয়েছে। তিনি ১৯৯৮ সালে এএনজেড গ্রীন্ডলেজ ব্যাংকে অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন যেখানে তিনি কনজিউমার ব্যাংকিং-এ কাজ করেন। এরপর তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ১৮ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন পদে কাজ করেন- এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সেলস টিম ম্যানেজার, ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস ম্যানেজার, ক্লাস্টার হেড, জেনারেল ম্যানেজার অব কনজিউমার ব্যাংকিং, হেড অব প্রায়োরিটি ব্যাংকিং, হেড অব ডিস্ট্রিবিউশন, হেড অব সিইপিজি এবং সবশেষে হেড অব ক্লায়েন্ট অ্যাকুয়িজিশন। হেড অব ক্লায়েন্ট অ্যাকুয়িজিশান হিসেবে ব্যাংকের নতুন ব্যবসা এবং গ্রাহক অধিগ্রহণের লক্ষ্য পূরণ ও বৃদ্ধির জন্য তিনি রিটেইল ব্যাংকিং ক্লায়েন্ট অ্যাকুয়িজিশান ইউনিটগুলির কার্যক্রমকে সুবিন্যস্ত করে তুলেন।

পরবর্তীতে, ২০১৮ সালের মে মাসে তিনি প্রাইম ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন যেখানে তিনি বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী পণ্য ও পরিষেবার মাধ্যমে কনজিউমার ব্যাংকিং পরিচালনা ও তত্ত্বাবধান করেন। এর মধ্যে ছিল কার্ডস্, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল (এডিসি), এজেন্ট ব্যাংকিং, সার্ভিস কোয়ালিটি, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, কনজ্যুমার প্রোডাক্টস্ এন্ড সেলস্ এবং প্রায়োরিটি ব্যাংকিং। প্রাইম ব্যাংকের শাখা কার্যক্রমের কেন্দ্রীকরণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্যাংকে তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালের জানুয়ারিতে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে পদোন্নতি পান।

জনাব মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিশেষ কৃতিত্বের সাথে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি