Print Date & Time : 26 February 2021 Friday 4:33 pm

ব্যাংক এশিয়া ও ইরা-ইনফোটেকের চুক্তি

প্রকাশ: December 2, 2020 সময়- 12:24 am

অনলাইন ব্যাংক হিসাব খোলা সহজীকরণের লক্ষ্যে ব্যাংক এশিয়া ও ইরা-ইনফোটেকের ‘ই-কেওয়াইসি’ সফটওয়্যার সরবরাহ বিষয়ের এক চুক্তি সই হয়। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজার ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলীর উপস্থিতিতে ব্যাংকের হেড অব চ্যানেল ব্যাংকিং সরদার আখতার হামিদ এবং ইরা-ইনফোটেকের সিইও সিরাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি