শেয়ার বিজ ডেস্ক: ব্রাজিলের উত্তরাঞ্চলের আমাজন রাজ্যে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৫৬ জন নিহত হয়েছে। এ সময় ১৪৪ কয়েদি পালিয়ে গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর বিবিসি।
প্রতিবেদন অনুযায়ী, রাজ্যটির রাজধানী মানাসের উপকণ্ঠের ওই কারাগারে বিবদমান দুটি দলের মধ্যে ভয়াবহ দাঙ্গা লাগে।
রাজ্যের জননিরাপত্তামন্ত্রী সের্গিও ফন্টেস জানান, রোববার বিকালে এ দাঙ্গা লাগে এবং রাতভর চলে। এ সময় প্রতিপক্ষ এক অপরের মাথা কেটে ফেলে। তিনি এ ঘটনাকে রাজ্যের এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, দাঙ্গার সময় অ্যানিসিও জোবিম পেনিটেনটিয়ারি কমপ্লেক্সের বেশ কয়েকটি টানেল দিয়ে অসংখ্য কয়েদি পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
ফন্টেসের দফতর জানায়, এ কারাগার থেকে ১১২ কয়েদি পালিয়েছে। আর পার্শ্ববর্তী অ্যান্টোনিও ত্রিনাদে পেনাল ইনস্টিটিউট থেকে ৭২ জন পালায়। তবে ৪০ জনকে ফের পাকড়াও করা হয়েছে। ফন্টেস বলেন, সোমবার সকালে পুলিশ কারাগার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।