প্রিন্ট করুন প্রিন্ট করুন

ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী ‘আত্মগোপনে’, দাবি ইসি আনিছুরের

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ প্রার্থী আবু আসিফ আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন,’পারিপার্শ্বিক যে কথাগুলো আসছে, যেগুলো ভাইরাল হয়েছে, তাতে মনে হচ্ছে তিনি আত্মগোপনে আছেন’।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারি কোনো বাহিনী এই কাজটি করেনি, এটুকু তথ্য আছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপির দলছুট নেতা ও আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট নেতা উকিল আবদুস সাত্তারের একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। তিনি আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বিএনপির সংসদ সদস্যের পদত্যাগে শূন্য হওয়া ৬ আসনে আগামীকাল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ভোটের একদিন আগেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে প্রার্থী আবু আসিফ আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসিফ আহমেদের পরিবারের সদস্যরা বলছেন, গত শুক্রবার রাত থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। তিনি নিখোঁজ রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপের প্রসঙ্গ টেনে কমিশনার আনিছুর বলেন, ‘সেখানে যে কথাবার্তাগুলো অন্যান্য যে মিডিয়ার সঙ্গে বলেছে, তাতে তো মনে হয় এরকম একটা পরিকল্পনা আগেই করা ছিল। তাকে খুঁজে পেলে পুরোটা জানা যাবে’।

আসিফ আহমেদ আত্মগোপনে গিয়েছেন এমন ধারণার কারণ ব্যাখ্যা করে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘আমাদের কাছে যে তথ্য–উপাত্ত আছে, তাতে এ রকমই ধারণা জন্মে। অডিওটা যে শুনেছি, সেই অডিওতে এরকমই আছে। তার স্ত্রীর নামে তিনি তার কণ্ঠে নির্দেশনা দিচ্ছিলেন— কী নিয়ে যেতে হবে। সিসি ক্যামেরা বন্ধ করে দিতে বলেছেন। ১০ মিনিট পরে বের হয়ে গেলে চালু করতে, তার মানে কী? মানে হচ্ছে একটা পরিকল্পনা তারা করেছে। এটাই আমরা অনুমান করছি। এরকম মনে হচ্ছে।’

প্রার্থীর স্ত্রী বা কেউ এখন পর্যন্ত নিখোঁজ হওয়ার বিষয়ে ইসির কাছে লিখিত কোনো অভিযোগ করেননি জানিয়ে আনিছুর রহমান বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তারা বিষয়টি নিয়ে প্রতিবেদন চেয়েছিলেন। প্রার্থীর স্ত্রী এখন পর্যন্ত পুলিশ বা রিটার্নিং কর্মকর্তা কাউকে বিষয়টি জানাননি। সাধারণত কেউ নিখোঁজ হলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সেটাও করা হয়নি।

ছয় আসনে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ইসি আনিছুর রহমান বলেন, ‘যথারীতি আগে অন্যান্য জায়গায় যেরকম সব প্রস্তুতি আছে। শুধুসিসি ক্যামেরার ব্যবস্থা করি নাই। বাকি সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য যা যা করা দরকার, সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্নভাবে সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট চলবে। ইভিএমে ভোট দেওয়ার জন্য ভোটার এডুকেশন যথেষ্ট করা হচ্ছে।’