প্রিন্ট করুন প্রিন্ট করুন

ব্রিটেনে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ছয় মিলিয়ন ছাড়িয়েছে

 

শেয়ার বিজ ডেস্ক: ব্রিটেনের ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। ২০১০ সালের তুলনায় এ সংখ্যা এক মিলিয়ন বেশি। দেশটির বাণিজ্য বিভাগের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর দ্য টেলিগ্রাফ।

বাণিজ্য, জ্বালানি ও শিল্প বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর দেশটিতে বেসরকারি খাতে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ছয় মিলিয়নের বেশি। এর মধ্যে প্রায় এক মিলিয়ন ছোট ব্যবসা, চার হাজার মধ্যম আকারের ও ৯০০ বড় ব্যবসা প্রতিষ্ঠান নতুন যোগ হয়েছে।

লন্ডনে প্রধান দফতরকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা এই প্রথম এক মিলিয়ন ছাড়িয়েছে। ২০১০ সালের একই সময়ের চেয়ে এই সংখ্যা প্রায় ৪১ শতাংশ বেশি। দক্ষিণ-পূর্ব ব্রিটেন দেশটির মোট ব্যবসার এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে।

বাণিজ্য সেক্রেটারি গ্রেক ক্লার্ক জানান, ব্রিটেনে ব্যবসা খাত অর্থনীতির প্রধান উৎস। ২০১০ সালের তুলনায় ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ১ মিলিয়ন বেড়ে যাওয়া দেশটির জন্য অবশ্যই একটি আশার খবর।

তথ্যমতে, দেশটির এ ব্যবসার মধ্যে কর্মসংস্থান সৃষ্টিকারী ব্যবসাও ২০১০ সালের চেয়ে বেড়েছে। গত বছর বেসরকারি খাতের কর্মীরা দেশটির অর্থনীতিতে এক দশমিক আট ট্রিলিয়ন পাউন্ড স্টার্লিং অবদান রেখেছে।