Print Date & Time : 23 June 2021 Wednesday 4:44 pm

ব্রিটেনে সাড়ে ৩৩ কোটি ডলার বিনিয়োগ করবে সেরাম

প্রকাশ: May 5, 2021 সময়- 02:24 am

শেয়ার বিজ ডেস্ক: ব্রিটেনে ৩৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট। বিনিয়োগের অংশ হিসেবে ভবিষ্যতে সেখানে টিকাও উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এ কথা জানিয়েছেন। খবর: এনডিটিভি।

লন্ডনে বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের অফিস থেকে সোমবারই এ-সংক্রান্ত একটি বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, ২৪০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বা ৩৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার মূল্যের এই প্রকল্পে ব্রিটেনে টিকা তৈরির জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা এবং টিকা আরও উন্নত করতে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এর আগেই ব্রিটেনে টিকা প্রস্তুতের বিষয়ে সেরাম ইনস্টিটিউটের এই উদ্যোগটি ভারতের ও ব্রিটেনের বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তির অংশ বলে উল্লেখ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সেরাম ইনস্টিটিউটের এই বিনিয়োগ ভারতের সঙ্গে যুক্তরাজ্যের হওয়া ১০০ কোটি ডলারের চুক্তিরই একটি অংশ। এর ফলে দু’দেশেই ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

সংখ্যার দিক দিয়ে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। এছাড়া কম দামে টিকা তৈরির ব্যাপারেও বিশ্বের অন্য টিকা উৎপাদনকারী সংস্থাগুলোর থেকেও এগিয়ে রয়েছে সেরাম।

এখানে উৎপাদিত টিকা দিয়েই ভারত, বাংলাদেশ, নেপালসহ বিশ্বের অনেক দেশে কর্মসূচি পরিচালনা করা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে টিকার ঘাটতি দেখা দেয়ায় আপাতত সেই সরবরাহ বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ভারতে কভিড টিকার সংকটের মধ্যেই চাপের মুখে কোভিশিল্ড টিকা প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনেওয়ালা সম্প্রতি লন্ডনে যান। ব্রিটেনে সেরামের সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান এবং অংশীদারদের সঙ্গে লন্ডনে তার বৈঠক হয়েছে বলে রোববার জানান তিনি।