গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুসের (জিএবিভি) ১৩তম ইন পার্সন সামিট আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। আজ মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ উপলক্ষে গতকাল রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ব্র্যাক ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন অনুষ্ঠানে বলেন, আর্থিক শিল্পের সাসটেইনেবিলিটি নিয়ে আইডিয়া শেয়ার ও প্রয়োজনীয় সমাধান খুঁজে বের করা হবে এই সম্মেলনে। জিএবিভির সদস্যরা দেশের বড় তিনটি গার্মেন্ট পরিদর্শন করবেন। পাশাপাশি ছোট কিছু ব্যবসায় প্রতিষ্ঠানও পরিদর্শন করবেন তারা। বিজ্ঞপ্তি
ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং সম্মেলন শুরু আজ
