Print Date & Time : 16 August 2022 Tuesday 3:44 am

ব্ল্যাক ফ্রাইডে ঘিরে ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার

শেয়ার বিজ ডেস্ক : এবার ‘ব্ল্যাক ফ্রাইডে’তে খুচরা বিক্রি বেশি হওয়ার প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। এতে শুক্রবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আমাজনসহ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের শেয়ারেরদর বেড়ে যায়। নাসডাক ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক রেকর্ড সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। খবর রয়টার্স।

পরামর্শক প্রতিষ্ঠান আইএইচএস মার্কিট পূর্বাভাস দিয়েছে, চলতি বছর ব্ল্যাক ফ্রাইডেতে খুচরা বিক্রি গত বছরের একই দিনের তুলনায় চার দশমিক দুই শতাংশ বাড়বে। ২০১৪ সালের পর এবারই সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে খুচরা বিক্রিতে।

শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক পাঁচ দশমিক ৩৪ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে দুই হাজার ৬০২ দশমিক ৪২ পয়েন্টে পৌঁছায়। প্রথমবারের মধ্যে সূচকটি দ্ইু হাজার ৬০০ পয়েন্ট ছাড়াল।

এছাড়া নাসডাক কম্পোজিট সূচক ২১ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বেড়ে ছয় হাজার ৮৮৯ দশমিক ১৬ শতাংশ এবং ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ৩১ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে পৌঁছেছে ২৩ হাজার ৫৫৭ দশমিক ৯৯ পয়েন্টে।

ব্ল্যাক ফ্রাইডে যুক্তরাষ্ট্রের বিশেষ একটি দিবস। এদিন মূলত ব্যবসায়ীরা বছরের নতুন আইটেম ও নতুন পণ্য বিক্রির টোপ দিয়ে ব্যবসায়িক স্বার্থ হাসিল করে থাকেন। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী এ শুক্রবার থেকেই শুরু হয় ক্রিসমাস হলিডে সিজন। প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার আমেরিকায় থ্যাংকস গিভিং ডে’র পরদিনই অর্থাৎ নভেম্বর মাসের চতুর্থ শুক্রবারটি হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে।

শুক্রবার আমাজনের শেয়ারদর বেড়েছে দুই দশমিক ছয় শতাংশ। অন্য খুচরা বিক্রয় প্রতিষ্ঠানেরও শেয়ারদর বেড়েছে। এর মধ্যে ম্যাকিসের শেয়ারদর বেড়েছে দুই দশমিক এক শতাংশ, গ্যাপের বেড়েছে এক দশমিক ছয় শতাংশ, বেস্ট বাইয়ের দশমিক ৯ শতাংশ এবং ওয়ালমার্টের শেয়ারদর বেড়েছে দশমিক দুই শতাংশ।