প্রিন্ট করুন প্রিন্ট করুন

ভবন মালিক পলাতক গ্রেপ্তার ২

দিল্লিতে অগ্নিকাণ্ড

শেয়ার বিজ ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির মুণ্ডুকা স্টেশনের কাছে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর: এনডিটিভি।

গত শুক্রবার সন্ধ্যায় ওই বহুতল ভবনের একতলার অফিস থেকে আগুনটা ছড়িয়ে পড়ে। এখানে একটি সিসিটিভি ও রাউটার তৈরি সংস্থার অফিস ছিল।

ওই সংস্থার দুই মালিক হরিশ গোয়েল ও বরুণ গোয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। ভবনের মালিক মনীশ লাকড়া দমকল বিভাগের কাছ থেকে কোনো সেফটি ক্লিয়ারেন্সও নেননি। তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ। এদিকে দিল্লি দমকল বিভাগের প্রধান অতুল গর্গ জানান, অগ্নিনির্বাপণ ব্যবস্থা যাচাই করে ‘এনওসি’র জন্য আবেদনই করেননি অভিযুক্তরা। এমনকি এই বাণিজ্যিক ভবনের বেশিরভাগ অফিস দমকল বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নেয়নি।

আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। তাতে এখন পর্যন্ত অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৬০ থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। ৪০ জন হাসপাতালে ভর্তি। এখনও অনেকে আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় বিল্ডিংয়ের তিনতলায় একটি অনুপ্রেরণামূলক ভাষণ চলছিল। ওই অনুষ্ঠানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। প্রাথমিক অনুমান, তিনতলায় বেশিরভাগ মৃত্যু হয়েছে। দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে অনেকে ছিলেন। আগুন থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে।

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। প্রত্যেক মৃতের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইটে শোক প্রকাশ করেছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাহুল গান্ধি ও আরও অনেকে। দিল্লির মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।