প্রিন্ট করুন প্রিন্ট করুন

ভর্তি প্রক্রিয়া অস্বচ্ছতার অভিযোগ ভর্তিচ্ছুদের

প্রতিনিধি, নজরুল বিশ্ববিদ্যালয়: গুচ্ছভুক্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সপ্তম ধাপের শূন্য আসনে ভর্তির জন্য প্রকাশিত ফলাফল নিয়ে উঠেছে নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ। সোমবার রাতে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধাতালিকায় পেছনে থাকা অনেকেই ভর্তির জন্য সুযোগ পেলেও মেধা তালিকায় এগিয়ে থাকা অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকগণ।

শিক্ষার্থীদের দাবি, বিজ্ঞপ্তি অনুসারে সব ধরনের শর্ত পূরণ করে সশরীরে উপস্থিত থেকে এডমিট কার্ডের ফটোকপি এবং সিগনেচার দেয়া সত্ত্বেও ভর্তির সুযোগ পায়নি তারা। এছাড়া প্রকাশিত ফলাফলের পিডিএফ ফাইলে সাবজেক্ট পেলেও ওয়েবসাইটে  এখনও ওয়েটিং দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন এ ইউনিটের ৯২৩ মেধা তালিকায় থাকা মেহেদী হাসান সাগর নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী ।

এসব দাবি নিয়ে গতকাল বুধবার ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজেদের দাবি নিয়ে প্রশাসনিক ভবনের সামনে ভর্তি প্রক্রিয়া স্থগিত ও পুনরায় ফলাফল প্রকাশের দাবিতে আন্দোলন করেন।

ভুক্তভোগী ভর্তিচ্ছু আরেক শিক্ষার্থী রায়হান রাসেল বলেন, গুচ্ছ মেধাতালিকায় বি ইউনিটে আমার পজিশন ছিল ১১৮১। আমার সাজেক্ট পছন্দের তালিকায় ফোকলোর বিভাগ ছিল, অথচ মেধাতালিকায় আমার পেছনে ১২৯২ মেধাক্রমে থেকে ফোকলোর বিভাগ পেলেও আমাকে কোনো বিভাগে মনোনীত করা হয়নি। আমি রিপোর্টিংয়ের সময় সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমি ভর্তি প্রক্রিয়া স্থগিত রেখে নতুন করে ফলাফল প্রকাশের দাবি জানাচ্ছি। অথবা আমাকে রিপোর্টিংয়ের নথি দেখানো হোক।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীরের কাছে গেলে তিনি বলেন, ভর্তি প্রক্রিয়া নিয়ে কোনো ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংশয় বা অভিযোগ থাকলে গুচ্ছের নিয়ম অনুযায়ী ২০০০ টাকা ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদসহ আবেদন করতে হবে। কেউ যোগ্য হলে অবশ্যই ভর্তির সুযোগ দেয়া হবে।