প্রিন্ট করুন প্রিন্ট করুন

ভারতে অ্যাপলের বাজার দখলে নিচ্ছে চীনের ওয়ান প্লাস

শেয়ার বিজ ডেস্ক: ভারতীয় বাজারের অন্যতম পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড অ্যাপল। কিন্তু বিগত কয়েক মাসে আইফোন ভারতীয় বাজারে নিজের জায়গা হারাচ্ছে। আর অন্যদিকে বাজার দখল করছে চীনের ওয়ান প্লাস। বিশেষজ্ঞরা মনে করেন, চীনা প্রতিষ্ঠান ওয়ান প্লাস বাজারে আসায় আইফোনের সমস্যাটা আরও বেড়েছে। এর বড় কারণ হলো আইফোনের দাম। খবর: আনন্দবাজার।
বিশেষজ্ঞদের দাবি, ভারতে মানুষের গড় আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে আইফোনের মতো স্মার্টফোন টিকে থাকা একটু মুশকিলই। কারণ, সম্প্রতি অ্যাপলের যে ফোনটি ভারতীয় বাজারে মুক্তি পেয়েছে, তার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৭৬ হাজার রুপি। আর এই মূল্য বিকল্প ফোনের দ্বিগুণেরও বেশি।
স্মার্টফোন কেনার সময় প্রসেসর, ক্যামেরা ও স্টোরেজের মতো বিষয়গুলোর ওপর বেশি নজর দেন গ্রাহক। তাদের মতে, আইফোনে যা পাওয়া যায়, সেই ফিচার অন্য মোবাইলে আরও ভালো এবং সস্তায় পাওয়া যায়। তাই তারা আইফোন কেনার বিশেষ কোনো প্রয়োজন বোধ করেন না।
বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপল ভারতীয় বাজারে অনেক প্রশাসনিক সমস্যারও সম্মুখীন হয়েছে। এ বছরই ভারতে অ্যাপল তাদের কিছু উচ্চপদস্থ কর্মচারীকে হারিয়েছে। যদিও অ্যাপল এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়াও অ্যাপল তাদের ডিস্ট্রিবিউটরের সংখ্যাও আগের চেয়ে কমিয়ে দিয়েছে। প্রথমে যেখানে ডিস্ট্রিবিউটরের সংখ্যা ছিল পাঁচ, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে দুই-এ। তাই বলা যেতে পারেÑশুধু দামের জন্যই নয়, আরও একাধিক কারণে ভারতের বাজারে সমস্যার সম্মুখীন হচ্ছে অ্যাপল। এছাড়া এটা মনে রাখতে হবে যে, অন্য অনেক কোম্পানির মতো অ্যাপল কিন্তু নিজেদের ফোন এ দেশে তৈরি করে না। তারা ভারতে ফোন শুধু অ্যাসেম্বল করে। তার পরিমাণও খুবই কম। ফলে অন্য সংস্থার মতো দামে স্মার্টফোন দেওয়া তাদের ক্ষেত্রে প্রায় অসম্ভব।
ভারতের মোবাইল ফোনের বাজারে এবারের দেওয়ালিতে মোটামুটি সব মোবাইল ফোন কোম্পানি বেশ ভালো ব্যবসা করলেও অ্যাপল তা করতে পারেনি। অ্যাপলের আউটলেট সেলস এক্সিকিউটিভরা বলছে, অ্যাপলের যা যা ফিচার আছে, তার প্রায় সবকিছুই অন্য মোবাইলে আরও কম দামে পাওয়া যাচ্ছে। এমন কিছু ফোন অ্যাপলের মতো দেখতে হওয়ায় আইফোন ভারতীয় বাজারে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।