প্রিন্ট করুন প্রিন্ট করুন

ভারতে খনি ধসে ৭ শ্রমিকের মৃত্যু

শেয়ার বিজ ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড প্রদেশের একটি খনি ধসের ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

খনি ধসের ঘটনায় আরও বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ২৩ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রাজমহল ওপেন কাস্ট মাইনের মহাব্যবস্থাপক এস কে সিং জানিয়েছেন, শুক্রবার সকালে ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে খনির ভেতরে আরও অনেকে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এক টুইট বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবার দাস জানিয়েছেন, তিনি নিজেই দ্রুত উদ্ধার ও ত্রাণ অভিযান পরিচালনা করছেন।