প্রিন্ট করুন প্রিন্ট করুন

ভারতে চা উৎপাদন কমেছে ৯.৭ শতাংশ

 

শেয়ার বিজ ডেস্ক: চলতি বছরের অক্টোবরে ভারতে চা উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ কমেছে। গত মাসে দেশটিতে মোট ১৪৭ দশমিক ৬৪ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের চা বোর্ডের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্যমতে অক্টোবরে আসামে ৮৪ দশমিক ৭২ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ রাজ্যে চা উৎপাদন কমেছে ১২ দশমিক ৫ শতাংশ। এটি ভারতের গত মাসের চা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এছাড়া আরেক প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ ভারতের বৃহৎ চা উৎপাদনকারী জেলা নীলগিরিতে চলতি বছরের অক্টোবর পর্যন্ত উৎপাদন কমেছে ২০ দশমিক ২২ শতাংশ।

নীলগিরির চা কোম্পানিগুলো বৈরী আবহাওয়ায় উৎপাদন হ্রাসের কথা জানিয়েছে ভারতের চা বোর্ডকে। চলতি বছরের অক্টোবরে ওই এলাকায় উৎপাদন হয় দশমিক ৮৯ মিলিয়ন কেজি চা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল এক দশমিক ৫২ মিলিয়ন কেজি। অর্থাৎ গত বছরের অক্টোবরের তুলনায় এবার নীলগিরিতে চা উৎপাদন কমেছে দশমিক ৬৩ মিলিয়ন কেজি বা ৪১ দশমিক ৪৪ শতাংশ। চলতি বছরের বেশিরভাগ সময় নীলগিরিতে অতিরিক্ত শুষ্ক আবহাওয়া বিরাজমান ছিল। এ কারণে চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) নীলগিরিতে ১০ দশমিক শূন্য ৮১ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। এ পরিমাণ গত বছরের একই সময় ছিল ১০ দশমিক ৩৫ মিলিয়ন  কেজি। অর্থাৎ গত বছরের জানুয়ারি-অক্টোবর সময়ের তুলনায় এবার নীলগিরিতে দুই দশমিক ৭৪ মিলিয়ন কেজি কম চা উৎপাদন হয়েছে।

এর আগের মাসে ভারতে চা উৎপাদন ভালো ছিল। চা বোর্ডের তথ্যমতে, সেপ্টেম্বরে দেশটিতে মোট ১৮৪ দশমিক ৬০ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। আগের বছরের একই সময়ের চেয়ে যা ২৯ দশমিক ১৪ শতাংশ বেশি। অনুকূল তাপমাত্রা ও ভালো বৃষ্টিপাতের কারণে ওই সময় চা উৎপাদন বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে উত্তর ভারতে উৎপাদন বেড়েছে ২৭ দশমিক ৪৮ মিলিয়ন কেজি বা ২০ দশমিক ০৬ শতাংশ। দক্ষিণ ভারতে বেড়েছে এক দশমিক ৬৬ মিলিয়ন কেজি বা আট দশমিক ৯৭ শতাংশ। এছাড়া আসামে ১২ দশমিক ২৬ মিলিয়ন কেজি, পশ্চিমবঙ্গে ১৪ দশমিক ৪২ মিলিয়ন কেজি, তামিলনাড়–তে দশমিক ৩৭ মিলিয়ন কেজি ও কেরালায় এক দশমিক ৫০ মিলিয়ন কেজি চা উৎপাদন বেড়েছে। সব রাজ্যগুলোতে গড়ে ১৬ দশমিক ৮৯ শতাংশ উৎপাদন বেড়েছে।

চলতি ২০১৬-১৭ সালের এপ্রিল-সেপ্টেম্বরে মোট ৭৯৫ দশমিক ৮৯ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। আগের বছরের একই সময়ে উৎপাদন হয়েছিল ৭৯৫ দশমিক ৮৬ মিলিয়ন কেজি। এর মধ্যে উত্তর ভারতে ৬৮১ দশমিক ৫৪ মিলিয়ন কেজি উৎপাদন হয়েছে, আগের বছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৭১ মিলিয়ন কেজি। ওই সময়ে দক্ষিণ ভারতে উৎপাদন হয়েছে ১১৪ দশমিক ৩৫ মিলিয়ন কেজি, যা আগের বছরের চেয়ে ১৫ দশমিক ৭১ কেজি কম।

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদকারী দেশ। দেশটির চা রফতানির সবচেয়ে বড় বাজার মিসর, পাকিস্তান ও যুক্তরাজ্য। এছাড়া ইরাক, ইরান ও রাশিয়ায়ও চা রফতানি করে দেশটি।