শেয়ার বিজ ডেস্ক: ভারতের বাজারে নতুন রেকর্ড করেছে সোনার দাম। গত শুক্রবার এক তোলা (১০ গ্রাম) সোনার দাম ৫৯ হাজার ৪৬১ রুপিতে পৌঁছায়। দিন শেষে এ মূল্যবান ধাতুর লেনদেন দাঁড়ায় ৫৯ হাজার ৪২০ রুপিতে। খবর: দ্য ইকোনমিক টাইমস।
বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার সোনার দাম ২ দশমিক ৪৪ শতাংশ বৃদ্ধি পায়। অপরদিকে তিন শতাংশ বেড়ে প্রতি কেজি রুপার দাম দাঁড়ায় ৬৮ হাজার ৬৪৯ রুপিতে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাংকগুলোয় অস্থিরতার কারণে সোনার দাম বাড়তে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এমনকি আগের সব রেকর্ড ভেঙে প্রতি ভরি সোনা ৬০ হাজার রুপি পার হতে পারে বলে জানিয়েছেন অনুজ গুপ্ত নামের একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ ।
ভারতে চলতি বছরের শুরু থেকে শুক্রবার পর্যন্ত সোনার দাম বেড়েছে চার হাজার ৩৬৬ রুপি, যা মোট দামের প্রায় আট শতাংশ। এর মধ্যে শুধু মার্চে বেড়েছে তিন হাজার ৬২৮ রুপি বা ৬ দশমিক ৫১ শতাংশ।
স্বস্তিকা ইনভেস্ট লিমিটেডের অর্থনীতিবিদ নিপেন্দ্র যাদব জানান, চলতি সপ্তাহে সোনার বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। এরই মধ্যে দাম ৫৯ হাজার রুপি ছাড়িয়ে গেছে, যা তাদের ধারণার চেয়ে বেশি।
অপরদিকে শুক্রবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় দুই শতাংশ বৃদ্ধি পায়। বিশ্ববাজারে এদিন গত তিন বছরের মধ্যে সাপ্তাহিক দামে সবচেয়ে বড় ঊর্ধ্বগতি দেখা গেছে।
এদিন যুক্তরাষ্ট্রের স্পট বাজারে প্রতি আউন্স সোনার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে এক হাজার
৯৭১ দশমিক ৯৫ ডলারে দাঁড়ায়, ২০২২ সালের এপ্রিলের পর সর্বোচ্চ। শুধু চলতি সপ্তাহে
দাম বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ, যা ২০২০ সালের মার্চের পর সর্বোচ্চ।
অপরদিকে ফিউচার বাজারে সোনার দাম ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পায়। এদিন প্রতি আউন্স সোনা লেনদেন হয় ১ হাজার ৯৭৩ দশমিক ৫০ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, আর্থিক খাতে অস্থিতিশীলতার কারণে গত এক বছরে চাহিদা বেড়েছে সোনার। এর প্রভাবেই দাম বাড়ছে।