Print Date & Time : 11 August 2022 Thursday 11:04 pm

ভালভার্দের অধীনে সেরাটা দিতে চান মেসি

 

ক্রীড়া ডেস্ক: বিয়ে-হানিমুনপর্ব শেষ। আবারও মাঠের ফুটবলে নামতে তৈরি হতে হচ্ছে লিওনেল মেসির। সবকিছু ঠিক থাকলে আর্নেস্টো ভালভার্দের অধীনে আগামী সপ্তাহে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু হবে বার্সেলোনার। নতুন কোচের অধীনে সেরাটা দিতে চান কিং লিও।

জাপানি ই-কমার্স জায়ান্ট রাকুটেনের সঙ্গে নতুন স্পনসর চুক্তি হয়েছে বার্সেলোনার। এ উপলক্ষে টোকিওর সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে মেসি নতুন কোচের অধীনে নতুন মৌসুম শুরুর ব্যাপারে বলেন, ‘আমি সব সময় যা বলি, এবারও সে কথাই বলতে চাই। যখনই একটি নতুন মৌসুম শুরু হয়, তখন ক্লাবের একটি সুস্পষ্ট লক্ষ্য থাকে। বার্সেলোনা চায় তার সেরাটা খেলতে। নতুন কোচ পেয়ে ব্যক্তিগতভাবে আমি দারুণ খুশি।’

তিনি আরও বলেন, ‘এখন নতুন মৌসুম শুরু করতে মুখিয়ে আছি। ভালভার্দের অধীনে সবকিছুই নতুনভাবে হবে। তার সুখ্যাতি সম্পর্কে আমরা সবাই শুনেছি। আশা করছি মৌসুমের শুরুটা ভালোই হবে। আমরা সবাই নিজেদের সেরাটা দিতে চেষ্টা করবো।’

গত মৌসুমে লা লিগার শিরোপা ধরে রাখতে পারেনি বার্সেলোনা। পূরণ হয়নি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নও। নতুন মৌসুম সামনে রেখে দলের চাওয়াটা জানালেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসিÑ‘যখনই আমি নতুন মৌসুম শুরু করবো, লক্ষ্যটা খুবই পরিষ্কার থাকবে। সেটা হচ্ছে বার্সেলোনা তার সর্বোচ্চটুকু করবে।’