শোবিজ ডেস্কঃ সম্প্রতি প্রকাশিত একটি খবর নিয়ে প্রথম আলোর ওপর চটেছেন ঢাকা ও কলকাতা সিনেমার পিরিচিত মুখ জয়া আহসান। এ অভিনেত্রীর দাবি, তিনি কখনও বলেননি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চান। অথচ পত্রিকার মতে, এমন দাবি করে গেলো বছরে (২০১৬) সমালোচিত হয়েছেন জয়া।
ক্ষোভ প্রকাশ করে গত শনিবার বিকেলে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী।
জয়া লেখেন, ‘৩০ ডিসেম্বর প্রথম আলোর বিনোদন পাতায় একটি সংবাদ ছাপা হয়েছে, আমি নাকি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করে সমালোচিত হয়েছি। এই বছর (২০১৬) আমার অর্জনগুলোকে ঠিকমতো উপস্থাপন না করে ভুল ও অর্ধসত্য সংবাদ মুদ্রণে আমার শুভাকাক্সক্ষী ও ভক্তদের বিভ্রান্ত করা হয়েছে। কৌশিক গাঙ্গুলির বিসর্জন চলচ্চিত্রটির ডাবিং চলাকালে আনন্দবাজার পত্রিকার কিছু সাংবাদিক ও চলচ্চিত্রটির কিছু কলাকুশলী আমার অভিনয়ে মুগ্ধ হয়ে বলেছিলেনÑআমি বিসর্জনের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারতাম। যেহেতু আমি ভারতের নাগরিক নই, তাই এই পুরস্কার থেকে বঞ্চিত হবো।’
তিনি আরও বলেন, ‘তারা ঠাট্টা করে বলেনÑআমি যদি কোনো ভারতীয় নাগরিক বিয়ে করি, তাহলে এ সমস্যার সমাধান হয়। আমিও ঠাট্টা করে বলি, কোনো ভারতীয় নাগরিককে বিয়ে করা তো সম্ভব নয়, আমি বরং আপনাদের এখানে কোনো গাছকে বিয়ে করি। এই সংবাদটিই আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়েছিল। যা আমি মনে করি আমার জন্য সম্মানের। এই সংবাদের জন্য আমি সমালোচিত নই বরং প্রশংসিত। আমার সম্বন্ধে এ ধরনের ভুল সংবাদ এর আগেও আমাকে ক্ষতিগ্রস্ত করেছে। সাংবাদিকদের কাছে অনুরোধ, আমাকে নিয়ে যে কোনো সংবাদ ছাপানোর আগে অন্তত সত্যটা যাচাই করে নেবেন।’
গত বছর ঢালিউডে মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’। শাকিব খানের বিপরীতে করা ছবিটি ব্যবসাসফল হয়েছে। অন্যদিকে কলকাতায় উপহার দিয়েছেন ব্যবসাসফল ‘ঈগলের চোখ’।