প্রিন্ট করুন প্রিন্ট করুন

ভূঞাপুরে বালিচাপায় একজনের প্রাণহানি

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বালুর ঘাটে কাজ করার সময় বালির স্তূপের নিচে পড়ে এক্সক্যাভেটর চালকের হেলপার রাশেদুল ইসলামের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছে।

গতকাল রোববার ভোর রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার হাশেম প্রামাণিকের বালুর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, বালুর স্তূপ ছিল অনেক উঁচু। এতে তিন-চারজন সেই বালুর স্তূপে উঠে সেখানে থাকা পাইপ খুলতে গিয়েছিল। পরে বালির স্তূপ ভেঙে তাদের ওপর পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, বালুর স্তূপের নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আহত দুইজনের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।