প্রিন্ট করুন প্রিন্ট করুন

ভ্যালেন্সিয়ার কাছেও রিয়ালের হার

 

 

ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদে তারকার ছড়াছড়ি। চলতি লা লিগা মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি এগিয়ে যাচ্ছিল দুর্দান্ত গতিতে। কিন্তু তাতে গত পরশু বাধা হয়ে দাঁড়ালো ভ্যালেন্সিয়ার মতো খর্বশক্তির দল। জিদানের শিষ্যরা বলা যায় পাত্তাই পায়নি। হেরেছে ২-১ গোলে। তারপরও পয়েন্ট টেবিলে আগের মতো শীর্ষে রয়েছে রিয়াল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই পেছনে পড়ে রিয়াল। নবম মিনিটের মধ্যে ২ গোল হজম করে জিদান শিষ্যরা। চতুর্থ মিনিটে জাজার অসাধারণ গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। মুনির এল হাদ্দাদির ক্রস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো হাফ ভলিতে বল জালে জড়ান ইতালির ফরোয়ার্ড। পরের গোলটিতেও অবদান জাজের। তার আড়াআড়ি পাস পেয়ে নানি থেকে ডি বক্সের ডান দিকে বল আয়ত্তে নেন। এরপর কোণাকুণি শটে রিয়াল গোলরক্ষকে পরাস্ত করেন চিলির এই স্ট্রাইকার।

শুরুতে পেছনে পড়ে ম্যাচে ফিরতে চেষ্টা চালায় রিয়াল। বিরতির ঠিক আগ মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে আশা দেখে জিদান শিষ্যরা। বাঁ-দিক দিয়ে মার্সেলোর ক্রসে ১২ গজ দূর থেকে দারুণ হেডে বল জালে জড়ান সিআর সেভেন। এ নিয়ে চলতি লিগে ১৫তম গোল তার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতায় ফিরতে জোর চেষ্টা করে রিয়াল। কিন্তু ভ্যালেন্সিয়ার রক্ষণে বার বার প্রতিহত হয়েছে সান্তিয়ার্গো বার্নাব্যুর দলটিকে। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জিদান শিষ্যদের।