প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. হাসিবুল মোল্লা (৩০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার ব্রাহ্মণকান্দা নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল একই উপজেলার ফুলবাড়ী নামক এলাকার মো. রশিদ মোল্লার ছেলে বলে জানা যায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিন পরিবহনের একটি বাস মধুখালী থেকে বাড়ি ফিরতে থাকা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাসিবুল মোল্লা নিহত হন।
নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, গ্রিন লাইনের পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হাসিবুল মোল্লা নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।