প্রিন্ট করুন প্রিন্ট করুন

মনোস্পুল পেপারের শেয়ারদর বেড়েছে ৩৫ শতাংশ

সাপ্তাহিক বাজার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৫ দশমিক ০৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ডিএসইতে ৮ দশমিক ৭৪ শতাংশ বা ২৯ টাকা বেড়ে প্রতিটি সর্বশেষ ৩৬০ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৮ লাখ ২৪ হাজার ৭১০টি শেয়ার মোট তিন হাজার ৪৩৮ বার হাতবদল হয়, যার বাজারদর ২৯ কোটি ৩৮ লাখ ৬০ হাজার টাকা। দিতভর কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ৩৪২ টাকা থেকে সর্বোচ্চ ৩৬০ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। এছাড়া গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ১৩৩ টাকা ১০ পয়সা থেকে ৩৬০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।

কাগজ ও মুদ্রণ খাতের ‘এ’ ক্যাটেগরির প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৯ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৯৩ লাখ ৮৮ হাজার ৮২৫টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ৩৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৫৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে তাদের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৮৮ পয়সা। আর আলোচিত সময়ে তাদের শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ৭ টাকা ১৯ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৭ নভেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার আহ্বান জানিয়েছে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২৩ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০ টাকা ৪৩ পয়সা।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বাজারদরের ভিত্তিতে মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২৯৩ দশমিক ৩৩ এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বাজার দরের ভিত্তিতে পিই রেশিও ৬৬ দশমিক ২০।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩০ দশমিক ৪৮ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ২২ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা নাভানা সিএনজি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৬০ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১৮ দশমিক ৬২ শতাংশ শেয়ারদর বেড়েছে। পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ০৫ শতাংশ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৭৮ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৫ দশমিক ৪৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ১৪ দশমিক ৮১ শতাংশ এবং এপেক্স ফুডস লিমিটেডের ১৩ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।