প্রিন্ট করুন প্রিন্ট করুন

মনোহরদীতে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত

প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার হাতিরদিয়া বাজারের সাখাওয়াত হোসেন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৭টার সময় বাজারের সাখাওয়াত হোসেনের মার্কেটের আবদুল লতিফের জুতার দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তা দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোয় ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানানো হলে মনোহরদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে এসে যুক্ত হয় নরসিংদী ও শিবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে সাখাওয়াত হোসেনের হার্ডওয়্যারের দোকান, বাদশা মিয়া, রনি ইসলাম, আমান উল্লাহ, আনাছ মিয়া, রিফাত ও আবদুল লতিফের জুতার দোকান আর একটি মুদির দোকান উল্লেখযোগ্য।

মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। জুতার দোকানে আগুনের সূত্রপাত হওয়ায় তা দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোয় ছড়িয়ে পড়ে।