প্রিন্ট করুন প্রিন্ট করুন

মনোহরদীতে বস্তাভর্তি মানব কঙ্কাল উদ্ধার

প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলার একটি বিল থেকে বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ঈদগাহ মাঠসংলগ্ন নালী বিল থেকে গত মঙ্গলবার এসব কঙ্কাল উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার কয়েকজন লোক নালী বিলে গোসল করতে নামলে এ সময় পানির নিচে বস্তাভর্তি কোনো কিছু তাদের পায়ে  লাগে। পরে তারা বস্তাটি তীরে তুলে আনে এবং বস্তার মুখ খুলে দেখতে পায় অনেকগুলো মানব কঙ্কাল। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালগুলো থানা হেফাজতে নিয়ে আসে।

চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান আনিছ উদ্দীন শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার রামপুর ফাঁড়ি পুলিশ কঙ্কালগুলো উদ্ধার করে নিয়ে গেছে।

এ বিষয়ে মনোহরদী থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, কঙ্কালগুলোর একটা কাঠামোর সঙ্গে আরেকটা কাঠামোগত কোনো মিল নেই। কঙ্কালের হাত, পা, মাথা বিচ্ছিন্ন। গুনা দিয়ে কঙ্কালের অংশগুলো জোড়া দেয়া অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, কঙ্কালের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, মেডিকেল ছাত্রদের ব্যবহƒত কঙ্কাল। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।