শেয়ার বিজ ডেস্ক: চাদ, মিসরের পর এবার মরক্কো। আফ্রিকার তৃতীয় দেশ হিসেবে বোরকা নিষিদ্ধ করতে চলেছে এ মুসলিম রাষ্ট্র। পাশাপাশি বোরকা তৈরি ও কেনাবেচাও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। খবর সিএনএন।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে বোরকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু বোরকা পরাই নয়, তৈরি ও বেচাকেনাও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘বোরকা পরা, তৈরি করা এবং আমদানি-রফতানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। মরক্কোর সব শহরেই একই নিয়ম বলবৎ হবে।’ কিন্তু কেন হঠাৎ করেই এ সিদ্ধান্ত? তিনি বলেন, ‘অনেক দুষ্কৃতকারী বোরকাকে সহজ আড়াল হিসেবে ব্যবহার করে। আততায়ীরা বোরকার আড়ালে থেকে অনেক দুষ্কর্ম করে অনায়াসেই। তাই দেশের সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মরক্কোর বর্তমান রাজা ষষ্ঠ মোহাম্মদও নেকাব বা বোরকাজাতীয় সম্পূর্ণ ঢাকা পোশাকের বিপক্ষে। উদারমনস্ক মোহাম্মদ চান মেয়েরা হিজাব বা খিমারজাতীয় পোশাক পরুন। তবে কাসাব্লাঙ্কার মতো মরক্কোর বেশ কিছু এলাকা এখনও বেশ গোঁড়া। এখনও এসব অঞ্চলে নারীদের বোরকার মতো সারা শরীর ঢাকা পোশাক ছাড়া অন্য কিছু পরার অধিকার নেই।
ইতোমধ্যে মরক্কো সরকারের এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কট্টরপন্থি সালাফি সংগঠন। এ পদক্ষেপ সফল হলে নেকাবের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। প্রশাসনের এ সিদ্ধান্তের পর সালাফি নেতা শেখ হাসান কেট্টানি ফেসবুকে রীতিমতো হুমকি দিয়ে লেখেন, ‘এমনটা করা হলে বিপর্যয় নেমে আসবে।’