প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশায় এরশাদ আকন্দ নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মসজিদ সংস্কারের নামে বরাদ্দকৃত টিআর প্রকল্পের টাকা উত্তোলন করে তা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলিগড়া গ্রামের বাসিন্দা একলেমুর রেজা বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগটি উঠেছে
উপজেলার পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদকসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরের বাজেটে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর-নগদ টাকা) বিশেষ কর্মসূচির আওতায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলিগড়া জামে মসজিদ ঘর সংস্কারের জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। এদিকে বরাদ্দকৃত টাকা উত্তোলনের বিষয়টি মসজিদ কমিটির অন্য সদস্যদের না জানিয়েই গোপনে তিনি টাকা উত্তোলনের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান এবং গোপনে ভুয়া ভাউচার দেখিয়া বরাদ্দের ৫০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। সম্প্রতি এ বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এ নিয়ে এলাকাবাসীর মধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করে।
সোমবার দুপুরে সরেজমিনে ওই এলাকায় গেলে উপজেলার জিংলিগড়া জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাসিম কারি বলেন, ‘আমি মসজিদ কমিটির সভাপতি, অথচ মসজিদের নামে সরকারিভাবে টাকা বরাদ্দ দেয়া হয়েছে, তা জানি না। তবে কয়েক দিন আগে লোকমুখে বিষয়টি জানতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘মসজিদের টাকা আত্মসাতের ঘটনাটি খুবই লজ্জাজনক। প্রয়োজনে আমরা এ বিষয়টি নিয়ে এমপি সাহেবের সঙ্গেও কথা বলব।’
অভিযোগের ব্যাপারে পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এরশাদ আকন্দ বলেন, ‘টাকা উত্তোলন করা হয়েছে। তবে এ টাকা দিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।