প্রিন্ট করুন প্রিন্ট করুন

মাগুরায় কারখানায় আগুন

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদীর পূর্বপাড়ে পাটখড়ি থেকে ছাই তৈরির কারখানায় শনিবার সন্ধ্যায় আগুন লাগে। এতে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কারখানার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, মূল কারখানার ৩০-৪০ গজ দূরে ছাই মজুতের গোডাউন রয়েছে। গোডাউনের সঙ্গে জেনারেটর ও গ্যাস সিলিন্ডারের আরেকটি ঘর ছিল। ঘরের সঙ্গে পরপর সাজানো ছিল প্রায় ৫০টি বিশাল আকারের পাটখড়ির গাদা। সারা বছর উৎপাদন চালু রাখার জন্য কারখানার জমিতে পাটখড়ির মজুত গড়ে তোলা হয়েছিল। শনিবার সন্ধ্যা পৌনে ৫টার দিকে একটি পাটখড়ির গাদায় আগুন লাগে। মুহূর্তেই পাশের সব কয়টি পাটখড়ির গাদায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনে রফতানির জন্য রাখা প্রায় তিন হাজার বস্তা ছাই (কার্বন), ৫০ বিঘা জমিতে রাখা পাটখড়ির গাদা ও গুদামসহ দুটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ফরিদপুর, বোয়ালমারী ও আলফাডাঙ্গা থেকে দমকলের চারটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।