প্রিন্ট করুন প্রিন্ট করুন

মাগুরায় স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় পথনাটক

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গতকাল বুধবার সকালে স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় পথনাটক ও পল্লি গান অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদফতরের দেশব্যাপী শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষে আয়োজিত কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পল্লি গান পরিবেশন করেন মতিন সরকার ও সাবদারুল বয়াতি। এছাড়া ডা. খালিক শিকদারের পরিচালনায় পথনাটক পরিবেশন করেন জেসমিন সরকার, সানজিদা আক্তার তিশা ও তাদের দল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর শাকুর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবদুল মালেক, আফজাল হোসেনে, আকবর আলি মিয়া, ডা. হাবিবুর রহমান প্রমুখ।