Print Date & Time : 25 October 2021 Monday 9:44 pm

মাছ ধরতে গিয়ে জয়পুরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: July 20, 2021 সময়- 12:44 am

প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আসাদুল হক বাবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে পাঁচবিবি উপজেলার কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ  দেব এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কৃষক আসাদুল হক বাবু পাঁচবিবি উপজেলার কল্যাণপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ওসি পলাশ চন্দ  দেব জানান, বিকালে বাড়ির পাশে মাঠের জমিতে আসাদুল হক বাবুসহ কয়েকজন জাল দিয়ে মাছ ধরতে বের হন। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে কৃষক আসাদুল হকে পুরো শরীর ঝলসে যায়।  গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।