প্রিন্ট করুন প্রিন্ট করুন

মাঝারি শৈত্য প্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা!

প্রতিনিধি, চুয়াডঙ্গাা : চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল হাসান বলেন,গত ৩ দিন ধরে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়েছে। আজ শুক্রবার (২০ জানুয়ারী) চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯শতাংশ।

তিনি আরো জানান, ৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হলে মৃদু শৈত্য প্রবাহ। ৬ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রা প্রবাহিত হলে মাঝারি শৈত্য প্রবাহ । তার নিচে হলে তীব্র শৈত্য প্রবাহ । আজ চুয়াডাঙ্গার উপর দিয়ে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রবাহ বয়ে যাচ্ছে। তাই এটা মাঝারি শৈত্য প্রবাহ ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের চয়ন আলী জানান ,সকাল ৮টায় মালিকের জমিতে কাজে যোগ দিতে হয় । তীব্র শীতের কারনে বাসা থেকে বের হতে দেরি হওয়ায় কাজ না পেয়ে আমরা ফিরে আসি। এমন শীত যদি আরো দীর্ঘ হয় তবে পরিবার নিয়ে আমাদের মরতে হবে।

চুয়াডাঙ্গা সরকারি ভিক্টোরিয়া জুবিলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল হোসেন বলেন, বিদ্যালয়ে সকালের শিফট শীতের কারণে সাড়ে ৭টা থেকে সোয়া ৮টায় করা হয়েছে। তারপরও ছাত্রদের উপস্থিতি হার কম ।

শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা বড় বাজারে কাজের সন্ধানে আসা কয়েকজন দিনমজুর জানান, তীব্র শীতে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। যেন বরফ পড়ছে। মনে হচ্ছে একটা আস্ত ফ্রিজের মধ্যে রয়েছি।

তারপরও থেমে নেই কাজ। বাধ্য হয়েই কর্মস্থলে যেতে হচ্ছে। শীতে কাজ না পেয়ে বাড়িতে ফিরতে হচ্ছে অনেকেরই। চুয়াডাঙ্গা ষ্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা সবাই কম্পার্টমেন্টে চাদর ও কম্বল নিয়ে শীতের মধ্যে অবস্থান করছেন।